Land measurement in Bangladesh

বাংলাদেশে জমির হিসাব কিভাবে করা হয়? শতাংশ, কাঠা, বিঘা, এগুলো কিভাবে মাপা হয়? কোনটার সাথে কোনটার হিসাব কেমন? কেউ বিস্তারিত জানাবেন?

Trivuz
2021-07-04 07:50:38 বাংলাদেশে জমি পরিমাপের জন্য যেসব একক ব্যবহার করা হয়, এগুলো হচ্ছে - বর্গমাইল, বর্গকিলোমিটার, ডিসিম, সাই কানি ১, সাই কানি ২, কাচ্চা কানি, শতক / শতাংশ, হেক্টর, রেনু, বিঘা, বর্গহাত, বর্গলিংক, বর্গমিটার, বর্গফুট, বর্গচেইন, বর্গগজ, বর্গইঞ্চি, ধনু, দুল, তিন, ডেসিমাল, ছটাক, গন্ডা, ক্রান্তি, কানি, কাঠা, কাক, কণ্ঠ, কড়া, একর, এয়র, অযুতাংশ।

এর ভেতরে শতক/শতাংশ, বিঘা, কাঠা, একর, হেক্টর, কানি, কড়া, গন্ডা, বর্গফুট ইত্যাদি অতি পরিচিত। শতক হচ্ছে এক একরের ১০০ ভাগের এক ভাগ। মানে ১০০ শতকে এক একর। এক শতকে ০.৬০৫কাঠা। ১০শতকে ৬.০৫কাঠা। শতকের সাথে সবগুলো এককের পরিমাপ জানলে মোটামুটি সকল হিসাব বের করা যায়। নিচে একটা লিস্ট দিচ্ছি শতকের সাথে অন্য এককের হিসাবের।

১ শতক/শতাংশ =
১০০ অযুতাংশ
০.৪০৪৭ এয়র
০.০১ একর
২.০১৬৭ কড়া
৬.০৫ কন্ঠ
৮.০৬৬৭ কাক
০.৬০৫ কাঠা
০.০২৫২ কানি
৬ ক্রান্তি
০.৫০৪২ গন্ডা
৯.৬৮ ছটাক
১ ডেসিমাল
১২০ তিল
২৫৪.১ দুল
৩৬.৩ ধনু
৬২৭২৬.৪৪০১ বর্গইঞ্চি
৪৮.৪ বর্গগজ
০.১ বর্গচেইন
৪৩৫.৬ বর্গফুট
৪০.৪৬৮৬ বর্গমিটার
১০০০ বর্গলিংক
১৯৩.৬ বর্গহাত
০.০৩০৩ বিঘা
৭৬২৩ রেনু
০.০০৪ হেক্টর
১ শতক
০.০২৫ কাচ্চা কানি
০.০০৮৩ সাই কানি ১
০.০০৬৩ সাই কানি ২
১ ডিসিম
৪০৪৬৮৬.০৩৩৯ বর্গসেন্টিমিটার

এবং ৬৪০০৩.৬৭ শতকে এক বর্গমাইল।
Anonymous
2021-07-04 22:50:07 Thanks for your answer.
Want to explore more? Join now »