অপেক্ষা ও প্রতীক্ষার ভেতরে পার্থক্য কী?

অপেক্ষা ও প্রতীক্ষা শব্দ দু'টোর ভেতরে পার্থক্য কোথায়? গুগল ট্রান্সলেটে দু'টোর অনুবাদই দেখায় Waiting. আসলেই কোন পার্থক্য আছে?

Trivuz
2021-08-08 21:52:21 অপেক্ষা হলো নির্দিষ্ট সময়ের জন্য waiting আর প্রতীক্ষা অনির্দিষ্ট সময়ের জন্য।
Mithu
2021-12-07 00:12:35 আমার ধারণা, অপেক্ষা এবং প্রতীক্ষার পার্থক্য অন্য যায়গায়।
আমরা কোনও কিছুর সম্পর্কে জেনে যে অপেক্ষা করি সেটাই অপেক্ষা। আবার অপরপক্ষে, কোনও কিছুর সম্পর্কে সঠিক কিছু না জেনেই অপেক্ষা করা হল প্রতীক্ষা।
এক্ষেত্রে দুটো উদাহরণ দেয়া যেতে পারে। যেমনঃ একটা চেম্বারে ডাক্তার প্রতিদিন রোগী দেখেন। এটা জেনে আমি সেখানকার এপয়েন্টমেন্ট নিয়ে অপেক্ষা করছি। এটা অপেক্ষা।
আবার, ১৯৭১ সালে বাংলা মায়ের দামাল সন্তানেরা যুদ্ধে গিয়েছিল। তারা ফিরবে কি ফিরবে না সে সংশয় বুকে নিয়েই মায়েরা অপেক্ষা করে গেছেন। এটা প্রতীক্ষা...
এখানে দু'পক্ষই অপেক্ষা (waiting) করেছেন। কারওটা অপেক্ষা আর কারওটা প্রতীক্ষা...
Mithu
2021-12-07 00:16:41 দুঃখিত। অসতর্কতাবশত ত্রিভুজ ভাইয়ের উত্তরটি টি মিস করে গেছি।
Want to explore more? Join now »